কিছুদিন আগেই এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গিয়েছে শুরুতে যে নাম বাদের সংখ্যাটা ছিল ৪০ লক্ষ, চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা হয়েছে ১৯ লক্ষ। তারই সেই তালিকা এখন অনলাইনে প্রকাশ করল অসম সরকার। অফিসিয়ার পোর্টাল nrcassam.nic.in-এ সম্পূর্ণ তালিকাটি প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৩.৩০ কোটি আবেদনকারীর।
ভারতীয় নাগরিকদের সঙ্গে ১৯৭১-এর পরে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশকারীদের আলাদা করতেই এই তালিকা বলে দাবি কেন্দ্রীয় সরকারের। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করা যাবে বলে জানিয়েছেন এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। ফরেনার্স ট্রাইবুনালে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ১২০ দিন সময় পাওয়া যাবে। সেখানেও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে উচ্চতর আদালতে আবেদন করা সম্ভব।
উল্লেখ্য, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাতে কোনও রকম গোলমাল না হয় তার জন্য অসমে ২০ হাজার অতিরিক্ত আধাসাময়িক বাহিনী পাঠায় কেন্দ্র। বেশকিছু স্পর্শকাতর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।
প্রথমে এনআরসির যে তালিকা প্রকাশ পেয়েছিল তাতে নাম বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ মানুষের। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর প্রবলভাবে সরব হয়েছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এর প্রতিবাদ করেন। পরবর্তী সময় এই এনআরসি তালিকায় নতুন করে ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে বাদ পড়ার সংখ্যা ৪০ লক্ষ থেকে কমে হয়েছে ১৯ লক্ষ।