বিশ্ব ক্রিকেটে চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্টে বিশ্বের সেরা হওয়ার লড়াই। অনেক কিছু নতুন সংযোজনের মধ্যে অন্যতম হল টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের জামার পরিবর্তন। ওয়ানডে ও টি২০-এর মতো জামার পিছনে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর চালু হয়েছে। সেই নতুন জার্সি গায়ে এক অভিনব নজির তৈরি করেছেন অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথ।
প্রসঙ্গত, স্মিথের জার্সি নম্বর ‘৪৯’। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এই সংখ্যার কম রান আসেনি। এই নজির বিশ্বে এখনও পর্যন্ত একমাত্র তাঁরই। অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুই হয়েছে অ্যাশেজ দিয়ে। সেইখানে ৪টি টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৬টি ইনিংস খেলেছেন তিনি। আর এই ৬টি ইনিংসেই ‘৪৯’র বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে।
বল বিকৃতির অপরাধে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অ্যাশেজেই তাঁর প্রত্যাবর্তন ঘটেছে। আর সেখানেই নতুন করে নিজেকে মেলে ধরেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এডজবাস্টনের প্রথম টেস্টে দুই ইনিংসেই ছিল শতরান। ১৪২ ও ১৪৪। লর্ডসে দ্বিতীয় টেস্টে আহত হয়ে মাঠ ছাড়ার আগে পর্যন্ত প্ৰথম ইনিংসে তাঁর রান ৯২। চোটের কারণে তৃতীয় টেস্ট মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে।
তবে চতুর্থ টেস্টে আবার ফিরে আসেন তিনি স্বমহিমায়। প্রথম ইনিংসেই তাঁর দুরন্ত দ্বিশতরানের ইনিংস মনে রেখে দেবে আপামোর ক্রিকেট প্রেমী। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে ৮২ রান। আর ওভালে চলতি পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেন মূল্যবান ৮০ রান। সবমিলিয়ে, এই অভাবনীয় নজির বিশ্বের অন্য কোন খেলোয়াড়ের নেই। প্রতিবারই নিজের জার্সির ‘৪৯’ নম্বরকে টপকে গর্জেছে স্মিথের ব্যাট।