দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক এটিএম থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনছে। আগামী ১ অক্টোবর থেকে গোটা দেশে চালু হচ্ছে এই নিয়মগুলো। যেখানে এবার থেকে বেশ কয়েকটি ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হতে পারে। পাশাপাশি অ্যাকাউন্টে টাকা না থাকলে কিংবা কার্ড ছাড়া টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। এক নজরে দেখে নিন সেগুলো:
নতুন নিয়মে মেট্রো শহরে আটবার এবং অন্যান্য জায়গায় দশবারের বেশি টাকা তুললে জিএসটি ছাড়াও ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা দিতে হতে পারে।
এসবিআইয়ের গ্রাহকরা মাসে আটবার কোনও চার্জ ছাড়াই এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এর মধ্যে পাঁচবার এসবিআইয়ের এটিএম থেকে এবং তিনবার অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে। তবে এই নিয়ম কলকাতা, দিল্লী, চেন্নাই, মুম্বইয়ের মতো মহানগর এলাকার জন্য। অন্যান্য জায়গার গ্রাহকরা মাসে দশবার কোনও চার্জ ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এর মধ্যে পাঁচবার এসবিআইয়ের এটিএম থেকে এবং পাঁচবার অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে।
এছাড়া অ্যাকাউন্টে টাকা না থাকার দরুন টাকা তুলতে কেউ ব্যর্থ হলে জিএসটি ছাড়া অতিরিক্ত ২০ টাকা চার্জ দিতে হবে।
কার্ড ছাড়া টাকা তুলতে গেলে জিএসটি দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ২২ টাকা চার্জ দিতে হবে।