দুষ্কৃতীদের জন্য না, এবার পুলিশের সৌজন্যে ফের শিরোনামে যোগীরাজ্য। জানা গেছে, গাড়ির কাগজ না থাকার অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। কখনও ওই ব্যক্তিকে চড়, কিল, লাথি, কখনও বা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দুই পুলিশকর্মী। আর ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে এক খুদে। সে সম্পর্কে ওই ব্যক্তির ভাইপো। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। ওই ঘটনায় গোটা রাজ্যে নিন্দা শুরু হওয়ায়, অবশেষে সেই দুই পুলিশকর্মীকে বরখাস্ত করেছে যোগীর প্রশাসন।
জানা যাচ্ছে, রিঙ্কু পাণ্ডে নামে ওই ব্যক্তি মঙ্গলবার মোটরসাইকেল করে তাঁর ভাইপোকে নিয়ে যাচ্ছিলেন। গাড়ি কাগজ দেখতে তাঁর পথ আটকায় পুলিশ। এরপর তাঁদের বচসা শুরু হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, দুই পুলিশকর্মী তাঁকে নির্মমভাবে মারধর করছেন। লাথি, ঘুসি তো রয়েছে, ওই ব্যক্তির ঘাড়ের উপর বসে চুলের মুঠি ধরে গালিগালাজ করছেন এক পুলিশকর্মী। এই ভিডিও ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়ে যোগী রাজ্যের পুলিশ প্রশাসন। চাপে পড়ে বরখাস্ত করা হয় ওই দুই পুলিশ কর্মীকে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানানো হয়েছে।
ভিডিওতে ওই পুলিসকর্মীদের মারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় রিঙ্কুকে। তিনি জানান, যদি তাঁর ভুল হয়ে থাকে, তাহলে তাঁকে থানায় নিয়ে যাওয়া উচিত। সিনিয়র পুলিশ অফিসার ধর্মবীর সিং বলেন, “মদ্যপ ছিলেন রিঙ্কু। কিন্তু এভাবে ওকে মারা কখনই মেনে নেওয়া যায় না।”