বেসরকারি বিনিয়োগ বাড়াতে মোদী সরকারের বাজেটে যেমন তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। ঠিক তেমনই চাহিদার মানোন্নয়নেও কোনও ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্র। আর এই দুই কারণেই একদিকে যেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতের শিল্প সংস্থাগুলোকে, তেমনি এই অবস্থায় কার্যত তলানিতে পৌঁছেছে পরিকাঠামো বৃদ্ধিও। দেশের অর্থনীতির এ হেন পরিস্থিতি দেখে এই প্রথম মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করলেন প্রবীণ বিজেপি নেতা তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, এখনকার বেহাল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে ব্যাপক এবং সুদূরপ্রসারী অর্থনৈতিক সংস্কার চাই। লোকে কিন্তু আর বড়জোর ছ’মাস দেখবে। তার পর জনগণের কঠিন প্রশ্নের সামনে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রীকে।
স্বামীর দাবি, গড় জাতীয় উৎপাদনের হার অন্তত ১০ শতাংশ হতে হবে। নয়তো দেশে চাকরি পাওয়ার আশা জলাঞ্জলি দিতে হবে। অত্যন্ত কড়া ভাষায় মোদী সরকারের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধির হার কমে মাত্র ৫ শতাংশ হয়ে যাওয়ার জন্য সরাসরি কেন্দ্রকেই দায়ী করেছেন। স্বামী বলেছেন, প্রতি মাসে অর্থ মন্ত্রক যা খেল দেখাচ্ছে, তাতে পরিস্থিতি ক্রমশ আরও ঘোরালো হয়ে যাচ্ছে। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখন দমকলকর্মীর ভূমিকায়। আগুন নেভানোর চেষ্টা করছেন। একের পর এক সংস্কার পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু এভাবে হবে না। যা অবস্থা, জোরদার, বলিষ্ঠ সংস্কার দরকার এবং সেটা এখনই করতে হবে। অর্থনৈতিক পূর্বাভাস ছিল ৭ শতাংশ বৃদ্ধির। কিন্তু এখন যা অবস্থা, অন্তত ১০ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করতেই হবে। না হলে নতুন কর্মসংস্থান সম্ভাবনার সর্বনাশ।
উল্লেখ্য, অর্থনৈতিক বৃদ্ধির হার এর আগের ত্রৈমাসিকে ৫.৮ শতাংশ ছিল। এপ্রিল-জুনে সেটা আরও কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির হার গত ছয় বছরে সবথেকে কম। এর আগে ২০১৩ জানুয়ারি-মার্চে এতটা খারাপ অবস্থায় পৌঁছেছিল জাতীয় অর্থনীতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক স্বামী বেশ কিছুদিন ধরেই অর্থনীতির এই বিপজ্জনক প্রবণতা এবং মোদী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে সরব। ক’দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন, শুধু সাহস, বা শুধুমাত্র অর্থনৈতিক প্রজ্ঞা দিয়ে কাজ হবে না। নিশ্চিত মন্দা থেকে দেশকে বাঁচাতে এখন সাহস এবং জ্ঞান, দুইয়েরই দরকার। মোদী যেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, এবার সরাসরি তারও সমালোচনা করলেন স্বামী।