গাড়ি, বিস্কুটের পর এবার মন্দার আঁচ লাগল আবাসন শিল্পেও৷ যতই মোদী সরকার দেশবাসীকে বাড়ি দেওয়ার লক্ষ্যে সস্তার আবাসনকে অগ্রাধিকার দিক না কেন বাস্তব চিত্রটা কপালে ভাঁজ ফেলার মতোই৷ তাই সম্পত্তি ব্রোকারেজ সংস্থা প্রপটাইগার-এর দেওয়া সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, গোটা দেশেই ক্রেতার অভাব দেখা গিয়েছে সস্তার আবাসনেও৷
কলকাতা-সহ দেশের প্রথম ৯টি শহরে ক্রেতার অভাবে প্রায় ৪ লক্ষ ১২ হাজার সস্তার আবাসন অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। তবে যদি মোট অবিক্রিত আবাসনের সংখ্যাটা দেখা যায় তাহলে রিপোর্ট অনুযায়ী, ওই নয়টি শহরে অবিক্রিত রয়েছে ৭,৯৭,৬২৩টি ইউনিট৷ সেক্ষেত্রে সস্তার আবাসনের সংখ্যা ধরা হচ্ছে মোট ফ্ল্যাটের প্রায় ৫২ শতাংশ৷
কলকাতাতে এমন সস্তার ফ্ল্যাটের সংখ্যা ৩০,৯২৩টি৷ রিপোর্ট অনুসারে অবিক্রিত আবাসনের তালিকায় শীর্ষে রয়েছে মুম্বই। যেখানে এমন ১,৩৯,৯৮৪টি ফ্ল্যাট পড়ে রয়েছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে পুণে, সেখানে অবিক্রিত আবাসনের সংখ্যাটা হল ৯৮,৩৭৮টি ইউনিট। মোটের উপর ৪৫ লক্ষ টাকার মধ্যে দামের আবাসনকে সস্তার বলে ধরা হয়েছে৷
তালিকায় থাকা সবেচেয়ে কম অবিক্রিত সস্তার ফ্ল্যাট রয়েছে হায়দ্রাবাদে, সেখানে এই সংখ্যাটা হল ৪,৮৮১টি ইউনিট।পাশাপাশি দেখা গিয়েছে আমেদাবাদ, নয়ডা, গুরুগ্রাম, বেঙ্গালুরু ও চেন্নাইতে এই অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যাটি যথাক্রমে ৪১,৭৯১, ৩৫,৮১১, ২২,৩০৭, ২০,১৪৬ এবং ১৮,৭০৯।