ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি থাকার পরেও অন্য দেশের ঘরোয়া লীগে খেলার অপরাধে ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে শো-কজ নোটিশ ধরাল বিসিসিআই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পোর্ট অব স্পেনে ত্রিনিদাদ টোবাগো নাইট রাইডার্সের ড্রেসিং রুমে দেখা যায় ভারতের এই ডান হাতি ব্যাটসম্যানকে। তারপরই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “হ্যাঁ আমরা কার্তিককে শো কজ করেছি। আমরা কিছু ছবি পেয়েছি, যেখানে তাঁকে ত্রিনিদাদ টোবাগো নাইট রাইডার্সের ড্রেসিং রুমে দেখা যাচ্ছে। বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি জানতে চেয়েছেন বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা সত্ত্বেও কার্তিক কেন ওখানে গিয়েছেন।”
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এসটি স্কটিশ অ্যান্ড নেভিসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ত্রিনিদাদ টোবাগো রাইডার্সের জার্সি গায়ে ড্রেসিং রুমে ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে খোশমেজাজে দেখা যায় ৩৪ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটারকে। আর এই ছবি প্রকাশ হতেই কার্তিকের উপর খড়্গহস্ত হন বোর্ড কর্তারা। বিসিসিআই সূত্রে খবর, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় বোর্ড স্বীকৃত লিগ ছাড়া অন্য কোনও ধরনের লিগে অংশগ্রহণ করতে পারবেন না কার্তিক। কিন্তু ত্রিনিদাদ টোবাগোর ড্রেসিং রুমে গিয়ে বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নিঃশর্ত ক্ষমা চেয়ে এই শো-কজের জটিলতা কাটিয়ে উঠবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।