জন্মদিনে তাঁর কাকার কাছে একটি বার্থ ডে কেক কিনে আনার আবদার করেছিল ভাইপো। সেইমতোই কেক কিনে এনেছিলেন তিনি। তবে সেই বার্থ ডে কেক খেয়েই অসুস্থ হয়ে পড়ল গোটা পরিবার। ওই ৯ বছরের শিশু-সহ প্রাণ গেল আরও একজনের। তাঁর কাকার আনা বার্থ ডে কেকে বিষ মেশানো ছিল বলেই অনুমান পুলিশের।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার আইনাপুর গ্রামে। জানা গেছে, রাম চরণ তার কাকা শ্রীনিবাসকে একটি বার্থ ডে কেক কিনে দিতে বলেছিল। শ্রীনিবাস সেই কেকে বিষ মিশিয়ে পাঠিয়েছিল বলে অভিযোগ। কারণ সেই কেক খেয়েই শারীরিক সমস্যা শুরু হয় পরিবারের প্রত্যেকের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোমারাভেল্লি পুলিশ জানিয়েছে, একই পরিবারের চার সদস্যকে গুরুতর অসুস্থ অবস্থায় সিদ্দিপেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৯ বছরের রাম চরণ ও ৩৯ বছরের রবির মৃত্যু হয়। পরিবারের আর দুই সদস্য ভাগ্য ও পূজিতার চিকিত্সা চলছে।
এই ঘটনায় শ্রীনিবাসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।