দেশের অর্থনীতির হাল আজ শোচনীয়। দিনে দিনে পড়ছে টাকার দাম। নামছে সেনসেক্স। আর এই নিয়েই আজ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভা ভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই একপ্রকার তুলোধনা করলেন মোদী-শাহ জুটিকে। তিনি বলেছেন, দেশের অর্থনীতি থেকে নজর সরাতেই চন্দ্রযান-২ নিয়ে এত মাতামাতি করছে কেন্দ্র।
আজ আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান-২। গোটা দেশবাসীকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে লাইভে চন্দ্রযান-২ এর সফল অবতরণ দেখার অনুরোধও করেছেন। আর এই চন্দ্রযান-২’কে হাতিয়ার করেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিধানসভায় এনআরসি নিয়ে আলোচনায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় শাসকদলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, ‘এমন যেন চন্দ্রযান-২ প্রথম ভারতীয় মিশন। ওদের ক্ষমতায় আসার আগে যেন কোনও মিশনই ভারতে হয়নি। এই প্রচেষ্টা ও পরীক্ষা গত ৫০ বছর ধরে চলছে। এটি আসলে অর্থনৈতিক বিপর্যয়ের থেকে দৃষ্টি সরানোর চেষ্টা।’
এছাড়াও এনআরসি ইস্যুতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এনআরসি নিয়েও সব বিরোধী দলের একসঙ্গে রাস্তায় নামা উচিত। সেইসময় বিধানসভায় উপস্থিত বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাঁদে গিয়ে জায়গা দেখতে বলুন। বহুতল বানান, তবে বাংলায় এনআরসি হবে না। আপনারা কোনওদিনও সংখ্যাগরিষ্ঠতা পাবেন না।’