গতকালই বিশেষ আদালতের রায়ের পর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বর্তমান ঠিকানা হয়েছে তিহাড় জেল। তাই আজ তিহাড়ে বন্দি চিদম্বরমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেসের কয়েকজন দলীয় সদস্য। কিন্তু চেষ্টা করেও নেতার সঙ্গে দেখা করতে পারলেন না তাঁরা। জানা গিয়েছে, দেখা করার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কারণেই তাঁদের অনুমতি দেয়নি জেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আইএনএক্স মিডিয়া মামলায় বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ার ফলে চিদম্বরমকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলে রাখার নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। নির্দেশ ঘোষণা করার সময় আদালত জানায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তিহাড় জেলে একটি পৃথক সেলে চিদম্বরমকে রাখা হয়েছে। তাঁর জন্য কড়া নিরাপত্তারও ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ।
এদিন তিহাড় জেল সফরকারী কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন মুকুল ওয়াসনিক, পি সি চাকো, মণিক্কম ঠাকুর, অবিনাশ পাণ্ডে-সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। জেল সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে দেখা করে তাঁরা চিদম্বরম সম্পর্কে খোঁজ নেন। দলের এক সদস্য জানিয়েছেন, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধীর নির্দেশেই এদিন তাঁরা চিদম্বরমের প্রতি সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে নেতার সঙ্গে দেখা করতে তিহাড় জেলে পৌঁছেছিলেন। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তাঁরা।