দুর্নীতি আর গেরুয়া শিবির যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কিছুদিন আগেই একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছিল কাটমানি নেওয়ার অভিযোগ। একশো দিনের টাকা তছরুপের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের বিজেপি নেতার বিরুদ্ধে। এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে উঠল চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ।
চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভকারীরা তাঁর নামে পোস্টার দেওয়া হয় মণ্ডলপাড়া স্কুলের সামনে। পোস্টারগুলিতে তাঁর নামে চাকরির প্রতিশ্রুতিতে আর্থিক প্রতারণা, বিধানসভায় টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে এরকম নানাবিধ অভিযোগ নিয়ে হাতে লেখা তিনটি পোস্টার পড়ে মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে।
‘শান্তনু ঠাকুরের মতন লোক মতুয়া সমাজের লজ্জা’, এরকম মন্তব্য করেই মণ্ডলপাড়া স্কুলের সামনে এই পোস্টারগুলি দেওয়া হয়৷ পোস্টারে লাল কালি দিয়ে লেখা ৫০ লক্ষ টাকা দামের গাড়ি, ৬০ লক্ষ টাকার হীরের হার ও তিন লক্ষ টাকা দামের তিনটি মোবাইল শান্তনু ঠাকুরকে কারা দিল, বিজেপি কর্মীরা জবাব চাই, ইত্যাদির মত বক্তব্য ছিল।
পোস্টার গুলি পড়ার খানিকক্ষণের মধ্যেই এলাকার বিজেপি সমর্থকেরা সেগুলি ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে। তৃণমূল পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাস বলেন, আমরা তো অনেক আগেই বলেছিলাম শান্তনু ওইরকমই। এই পোষ্টার তাই আরও একবার প্রমাণ করল৷