বেসরকারি বিনিয়োগ বাড়াতে মোদী সরকারের বাজেটে যেমন তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। ঠিক তেমনই চাহিদার মানোন্নয়নেও কোনও ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্র। আর এই দুই কারণেই একদিকে যেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতের শিল্প সংস্থাগুলোকে, তেমনি এই অবস্থায় কার্যত তলানিতে পৌঁছেছে পরিকাঠামো বৃদ্ধিও। আর এ হেন অর্থনৈতিক মন্দার কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে টিভি বিক্রির হার মোটামুটি একই জায়গায় থমকে রয়েছে। অর্থাৎ, বিক্রি বাড়েনি। তবে যেটা লক্ষ্যণীয়, কমদামি ৩২ ইঞ্চির টিভি সেট কেনার বদলে গ্রাহকদের একটা বড় অংশ বেছে নিচ্ছেন বড় স্ক্রিন সাইজের প্রিমিয়াম রেঞ্জের সেট।
বৃহস্পতিবার কলকাতায় সোনি ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর সুনীল নায়ার জানিয়েছেন, ‘ভারতে অফলাইন টিভি বাজারের ৭০ শতাংশ ৩২ ইঞ্চি সেটের দখলে। কিন্তু, চলতি বছরে এখনও পর্যন্ত ৩২ ইঞ্চি টিভির বিক্রি একেবারেই বাড়েনি। বিক্রি বাড়াতে আমরা ১০ শতাংশ মতো দাম কমানোর পাশাপাশি আকর্ষণীয় ইএমআই স্কিম এনেছি। তাতে ৩২ ইঞ্চি টিভির বিক্রি না বাড়লেও প্রিমিয়াম সেটের বিক্রি অনেকটাই বেড়েছে। কারণ, জিরো ইন্টারেস্ট ইএমআই-এর সুযোগ নিয়ে ক্রেতারা অপেক্ষাকৃত বড় পর্দার দামি টিভি কিনছেন।’ সোনি ইন্ডিয়া জানিয়েছে, বিক্রি বাড়াতে দুর্গাপুজো, দীপাবলি-সহ আসন্ন উৎসব মরসুমকেই এখন পাখির চোখ করছে তারা।