শেষরক্ষা আর হল না। সিবিআই স্পেশ্যাল কোর্টের নির্দেশে শেষপর্যন্ত চিদম্বরমকে জেলেই যেতে হল। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল সিবিআইয়ের এই বিশেষ আদালত। আদালতের নির্দেশে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ছিল ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিনের বিষয়ে নিম্ন আদালতে আর্জি না জানাতে চিদম্বরমের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। এ দিন সকালেই সুপ্রিম কোর্ট ইডি-র মামলায় তাঁর ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয়। তার কিছুক্ষণ পরেই শুনানি শুরু হয় সিবিআইয়ের সেই বিশেষ আদালতে।
এ দিন শুনানির সময় চিদম্বরম নিজেও সওয়াল করেন। তিনি বলেন, “জেল হেফাজতে আমাকে যেন না পাঠানো হয়। আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে যেতে রাজি। ইডি চাইলে আমাকে হেফাজতে নিতে পারে।” কিন্তু সিবিআইয়ের আইনজীবীরা তাতে আপত্তি করেন। বলেন, চিদম্বরমকে জেল হেফাজতেই পাঠানো হোক। কারণ, উনি প্রভাবশালী ব্যক্তি। কোনও রকম সুযোগ দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।
বিচার শেষে বিশেষ বিচারপতি অজয় কুমার কুহর জানিয়ে দেন, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে। তিনি যাবতীয় ওষুধ নিজের সঙ্গে রাখতে পারবেন। তবে জেড ক্যাটাগরির নিরাপত্তার কথা বিবেচনা করে তিহাড়ের বিশেষ সেলে রাখা হবে প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।