টিটাগড়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা দিব্যেন্দু বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তার পথ আটকায়। বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে। এমনকি তাকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ৷ ঘটনার সময় চিৎকারে স্থানীয় বাসিন্দারা এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷
এই ঘটনায় পুলিশ অর্ক বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে। দিব্যেন্দু তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনর। বাড়ি পলতার বাবনপুরে৷ অভিযোগ বেশ কিছুদিন ধরে বিজেপির লোকেরা তাকে হুমকি দিচ্ছিল। তারপর মঙ্গলবার ঘটে এই ঘটনা। গুরুতর আহত অবস্থায় দিব্যেন্দু বি এন বোস হাসপাতালে ভর্তি আছেন।