প্রতিটা মানুষের জীবনেই শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষ প্রতিদিন নতুন করে শিখছে, তা সে প্রকৃতি থেকে হোক কিংবা মানুষের থেকে, বই পড়ে শিখা হোক কিংবা ঠোকা খেয়ে। আজ সেই সব শিক্ষকদের দিন৷ তাদের আন্তরিকতা জানানোর দিন। শিক্ষককে এবার শ্রদ্ধা জানাতে ডুডল বানাল গুগল। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আর তার থেকে বাদ গেল না গুগল ইন্ডিয়াও।
প্রতি উৎসব হোক কিংবা কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের স্মরনীয় দিন। তাই বাদ যাচ্ছে না আজকের দিনটিও। শিক্ষক দিবস উপলক্ষ্যে গুগল-এর হোমপেজে দেখা যাচ্ছে একটি অ্যানিমেটেড লাল অক্টোপাস, যে মাছ-রূপী পড়ুয়াদের পড়াচ্ছে। পেছনের বোর্ডে দেখা যাচ্ছে অংক ও সঙ্গীত পড়ানো হচ্ছে ক্লাসে। এই ডুডলের প্রশংসা করেছেন নেটিজেনরা
৷