শিক্ষক দিবসের আবহে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এক নতুন জয়। পাশাপাশি বাংলার জয়-জয়াকার। সোনার দিন হয়ে থাকল শিক্ষক দিবস। জাপানে আয়োজিত হয়েছিল চিলড্রেন্স আর্ট এক্সিবিশন। সেখানেই খুদে শিল্পীর গুণে কঠিন বাছাই পর্বের পর শিক্ষকের ছবি এঁকে সোনা পেল হলদিয়ার স্কুল পড়ুয়া মৌলিক মান্না।
জাপানে আয়োজিত হয়েছিল ৪৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন্স আর্ট এক্সিবিশন ২০১৯। সেই দেশের ‘ফাউন্ডেশন ফর আর্ট এডুকেশন’ নামে একটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। সারা পৃথিবীর স্কুল পড়ুয়ারা এই এক্সিবিশনে ছবি পাঠায়। সেখানেই লিনোপ্রিন্টে শিক্ষকের ছবি এঁকে জাপান থেকে সোনার পদক পেল হলদিয়ার অষ্টম শ্রেণীর পড়ুয়া মৌলিক মান্না। আগাস্টের শেষ সপ্তাহে ক্যুরিয়রের মাধ্যমে তার পুরস্কারের শংসাপত্র, সোনার চেন সহ পদক জাপান থেকে হলদিয়ার টাউনশিপে বাড়ির ঠিকানায় এসে পৌঁছেছে।
আনন্দের এই মুহূর্তে স্কুলের প্রিন্সিপ্যাল তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর স্কুলের আঁকার শিক্ষক অমলেন্দু দে বলেন, মৌলিক লিনোপ্রিন্টে ছবি এঁকেছিল। সাদা ও কালো রঙের ছবি। হলুদ চার্ট পেপারের ওপর তার ছাপ নেওয়া হয়েছে। গত বছর নভেম্বর মাসে এই ছবি প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। মৌলিকের পদকপ্রাপ্তির খবরে স্কুলে খুশির হাওয়া।