ঈশ্বর আসলে একই। তাঁকে ভগবান, আল্লা, জেসাস- যে নামেই ডাকা হোক না কেন, তিনি অভিন্ন। হিন্দুরা আল্লাহকে বা মুসলিমরা ভগবানের পুজো দিতে পারবেন না এই বেড়াজাল সমাজ বানিয়েছে আর মানুষ তাকে বয়ে নিয়ে চলেছে। এবার এই সামাজিক সংকীর্ণতার শিকার হলেন সইফ আলি কন্যা সারা খান। কারণ তিনি মুসলিম হয়েও হিন্দুদের গণেশ পুজো করেছেন।
মুম্বইতে প্রতি বছরই ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। উৎসবে শামিল হন বলিউডের বি-টাউনের তারকারাও। পুজোর আনন্দ ভাগ করে নিয়েছিলেন অভিনেতা সইফ আলির কন্যা সারা আলি খান। পুজোর ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। আর তাতেই ঘটল বিপত্তি। মুসলিম হয়ে পুজো করছেন- এই অবান্তর অভিযোগে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন সারা।
সইফ আলি খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং-এর মেয়ে সারা গণেশ চতুর্থীর দিন মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন। সেই ছবি সারা পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছিলেন ‘গণপতি বাপ্পা মোরিয়া!আশা করি গণেশজি সব বাধা দূর করে হাসি, ইতিবাচক চিন্তা ও সাফল্যে ভরিয়ে দেবে জীবন।’ এই পোস্ট দেখে নেটিজেনদের কটূক্তি, একজন মুসলিম হয়ে কীভাবে গণেশ পুজো করলেন সারা? অনেকেই তাঁকে লিখেছেন, ‘আপনার লজ্জা করে না? মহরমের মাসে লজ্জা। আপনি কি মুসলিম নন?’
এই খবর সামনে আসতেই রীতিমত বিস্মিত সকলে। ভগবানের আরাধনা যে কেউ করতে পারে, সেখানে ধর্ম দেখে বিভেদ কি করে কেউ করতে পারে? যদিও সারা এখন সরাসরি মুখ খোলেননি ট্রোল নিয়ে। তাঁর ফ্যানেরাই ট্রোলকারীদের সমালোচনা করে সারার পক্ষে কথা বলেছেন। অনেকেই সারাকে উৎসাহ দিয়ে লিখেছেন, ‘আমরা সারাকে সাপোর্ট করব।’