দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করার জন্য তাঁকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অনুরোধ করেছিলেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন দিলীপ ঘোষ। এতেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় নতুন করে ঘি পড়ল।
দিলীপের এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন মহুয়া মৈত্র। তবে তাতে ধোঁয়াশা আরও বেড়েছে। মহুয়া বলেন, ‘দিলীপবাবু রসিক মানুষ। উনি রসিকতা করে থাকলে আমি কী করতে পারি’! যদিও তৃণমূল সাংসদের এই ‘রসিক তত্ব’ মানতে নারাজ রাজনৈতিক মহল। তাঁদের বক্তব্য, তিনি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন কি-না সেটা পরিষ্কার হল না। বরং মহুয়ার এই মন্তব্যে জল্পনা আরও বাড়ল। একইসঙ্গে প্রশ্ন উঠল, মহুয়া রসিক নন বলেই কি প্রশ্নের সোজা উত্তর এড়িয়ে গেলেন?
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, দেবশ্রী রায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ‘দেবশ্রী রায় একদিন আমার বাড়িও গিয়েছিলেন। কিন্তু দেখা হয়নি। পরে মহুয়া মৈত্রর অনুরোধে আমি দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করি’। মেদিনীপুরের বিজেপি সাংসদের আরও দাবি, তৃণমূলের অন্দরে অপমানিত হওয়ার জেরে দল ছাড়তে চেয়েছেন দেবশ্রী রায়। তবে তাঁকে বিজেপিতে নেওয়া হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় যেদিন বিজেপিতে যোগ দেন সেদিনই দিল্লিতে বিজেপি অফিসে হাজির হয়েছিলেন দেবশ্রী। কিন্তু শোভনের আপত্তিতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া হয়নি বলে জল্পনা শুরু হয়। এর মধ্যে কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সল্টলেকের বাড়ির সামনে দেখা যায় দেবশ্রীকে। শোনা যায়, তাঁকে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করিয়ে দিতে তৃণমূলের এক মহিলা সাংসদও ‘চেষ্টা’ করেছেন।এরপরেই দিলীপ দাবি করেন, সেই সাংসদ মহুয়া। পাল্টা ‘রসিক তত্ব’ খাড়া করেছেন তৃণমূল সাংসদও। সব মিলিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা অব্যাহত।