বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না বউবাজারের। মেট্রোর কাজের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজের শুরু থেকে যে বিপদের সূত্রপাত, ৫ দিন কেটে গেলেও তা অব্যাহত। কাল বিকেলে বউবাজারের স্যাঁকরা পাড়ার এক বাড়ির অর্ধেক ভেঙে পড়েছিল। আর রাতেই সেই ভাঙন সম্পূর্ণ হল। মাঝরাতে বাকি বাড়িটুকুও হুড়মুড়িয়ে ভেঙে কয়েক মিনিটের মধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল। এযাবৎ গত ৫ দিনে ৬টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেল। ঘরছাড়া বহু বাসিন্দা। এমনকী রাজ্যের মন্ত্রী তাপস রায়কেও আবাসন খালি করে দিতে বলা হয়েছে। এতদিনের পৈতৃক ভিটে ছাড়ার যন্ত্রণা বুকে চেপেই তিনি নিরাপত্তার স্বার্থে জিনিসপত্র গুটিয়ে বাড়ির মায়া ত্যাগ করেছেন। এবার ঘরছাড়া হলেন গৌর দে লেন বস্তির ১৫৬ জন বাসিন্দা।
মেট্রোর কাজের জন্যে যবে থেকে বউবাজারের ওই অঞ্চলের বাড়ি গুলিতে ফাটল ধরা শুরু হয়েছিল ফাটল দেখা যায় স্যাকরা পাড়া লাগোয়া ৩ নম্বর গৌর দে লেন বস্তিতেও। বিপজ্জনক হিসাবেও চিহ্নিত করা হয়। এবার প্রাণে বাঁচতে কার্যত এক কাপড়ে ভিটেমাটি ছাড়া হলেন তাঁরা। খালি করা হচ্ছে ওই বস্তির ২১টি ঘর। আজ সকাল থেকেই সেই কাজ শুরু করা হয়েছে।
বস্তির ১৫৬ জন মানুষ বাক্স-প্যাটরা গুছিয়ে বেড়িয়ে এসেছেন নিজেদের বাড়ি ছেড়ে। কোথায় যাবেন এতগুলো মানুষ? উত্তর জানেন না তাঁরাও। শুধু মেট্রোর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেই প্রাণভয়ে কোনও মতে বাড়ি ছেড়েছেন। আপাতত হিদারাম ব্যানারজ্জী লেনে ঠাই পেয়েছেন তাঁরা। কিন্তু সে আস্তানাও বেশি দিনের নয় তাই মাথা গোঁজার মত জায়গা খুঁজতে ব্যস্ত ১৫৬ জন ঘর থাকতেও ঘর ছাড়া মানুষ।