চাপ নিয়েই মাঠে নেমেছিল কিবু ভিকুনার মোহনবাগান। লড়াইয়ে টিকে থাকতে হলে এইদিনের ম্যাচে জয় ছিল আবশ্যক। অপরদিকে ছিল শঙ্করলালের ভবানীপুর। যারা লীগ টেবিলে বেশ ভালো অবস্থায় আছে। আর এই পরিস্থিতিতেই প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার টোটকা ছিল স্প্যানিশ কোচের। সেই টোটকার ওপর ভর করেই ঘরোয়া লিগে বৃহস্পতিবার ভবানীপুরকে ২-০ গোলে হারাল মোহনবাগান। কল্যাণীতে মোহনবাগানের হয়ে দুটি গোল করলেন রোমারিও জেসুরাজ এবং নগদম্বা নওরেম।
এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান টিম। ফল আসে ২৯ মিনিটে। নওরেমের ক্রস থেকে প্রথম গোল করে রোমারিও জেসুরাজ। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিবু ভিকুনার দল। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই দশ জন হয়ে পড়ে ভবানীপুর। লাল কার্ড দেখে অনুপ দাস। এই জায়গাটাই কাজে লাগায় বাগান। একের পর এক আক্রমণ শানায় দুটো উইং দিয়ে। দ্বিতীয় গোল করে নওরেম। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট দাঁড়াল মোহনবাগানের। পাশাপাশি লড়াইয়ে টিকে থাকল গতবারের কলকাতা লীগের চ্যাম্পিয়নরা।