বনগাঁ পুরসভা দখল নিজেদের হাতেই রাখল তৃণমূল৷ হাই কোর্টের নির্দেশে হওয়া আস্থা ভোটে বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল শাসকদল৷ সূত্রে খবর আস্থা ভোটে হাজির হননি বিজেপির কোনও কাউন্সিলর৷ ফলে ১৪-০ ভোটে জয়লাভ করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য৷
জানা গিয়েছে, হাই কোর্টের নির্দেশ মতোই বৃহস্পতিবার বারাসতে জেলা শাসকের দপ্তরে ভোটের আয়োজন করা হয়৷ ভোট শুরুর আগে প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করা হয়৷ শান্তি বজায় রাখার আহ্বান জানান হয় রাজনৈতিক দলগুলোকে৷ এবং নির্দিষ্ট সময়ের আগেই এদিন জেলা শাসকের দপ্তরে প্রবেশ করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য৷ তাঁর সঙ্গে আসেন তৃণমূলের ১৩ জন ও কংগ্রেসের একজন কাউন্সিলর৷ কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলেও আসেননি বিজেপি কাউন্সিলররা৷ এরপর অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোটাভুটি শুরু হলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শংকর আঢ্য৷
অন্যদিকে, বনগাঁ পুরসভার এই আস্থা ভোটে বেনিয়মের অভিযোগ তুলে এদিন আবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ আদালতে মামলা দায়ের করেছেন বিজেপির চার কাউন্সিলর৷ তাঁদের অভিযোগ, বৃহস্পতিবারের আস্থা ভোটের ক্ষেত্রে হাই কোর্টের আগের নির্দেশ মান্য করা হয়নি৷ কারণ, রায়ে হাই কোর্ট বলেছিল, আগেরবার যে কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তাঁদের সেই প্রস্তাবের ভিত্তিতেই এদিন আস্থা ভোট করতে হবে৷ কিন্তু ইতিমধ্যে অনেক কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তাই বৃহস্পতিবারের ভোট সেই প্রস্তাব মেনে হচ্ছে না৷