স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি নিয়ে জট কাটাতে উদ্যোগী হল মমতা সরকার। এই বিল পাশ হওয়ার পর সরকারি দফতরে প্রায় ৩৪ হাজার শূন্যপদে নিয়োগের পথ পরিস্কার হয়েছে। এই খবরে গোটা রাজ্যে খুশির হাওয়া।
সরকারি সূত্রে খবর, এসএসসি-র মাধ্যমে ২২ হাজারের কিছু বেশি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হতে পারে। সরকারি দফতরে কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে ও তার মধ্যে কতগুলি কোন শ্রেণীর জন্য সংরক্ষিত, সেই ব্যাপারে অর্থ দফতর গত ২৯ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে দেখা যায়, এ, বি, সি এবং ডি গ্রুপে প্রায় ৩৪ হাজার শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় এসএসসি আইনটি প্রত্যাহার করার জন্য যে বিল পাশ করা হয়েছিল, সেটিকে সরকার ফের প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে ফের এসএসসি গঠন করা যাবে।
বিধানসভার আগের অধিবেশনেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, একসঙ্গে ৩০ হাজার চাকরি দেওয়ার৷ তবে গঠনমূলক কমিশন না থাকায় সেই সময় তা করা যায়নি। এবার রাজ্যকে নতুন আলো দেখাতে আবারও এসএসসিকে ফিরিয়ে আনতে চলেছে তৃণমূল সরকার৷