দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যোগ দিলেন তৃণমূলে।
বুধবার দুপুরে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আসেন ওমপ্রকাশ৷ এরপর মমতা নিজেই ওমপ্রকাশবাবুর যোগদানের কথা ঘোষণা করেন। তৃণমূলনেত্রী জানিয়েছেন, এই অধ্যাপক নেতাকে দলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কোর কমিটিতেও নেওয়া হবে তাঁকে।
বুধবার দুপুরে দেখা যায় রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ওমপ্রকাশবাবু বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকছেন। ও দিকে তখন লোকসভার দলনেতা হওয়ার জন্য সোমেন মিত্ররা বিধানসভায় ডেকে সংবর্ধনা দিচ্ছেন অধীররঞ্জন চৌধুরীকে। সেই অনুষ্ঠানে না গিয়ে প্রবীণ এই কংগ্রেস নেতার মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিকমহলে। এর কিছু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমপ্রকাশের তৃণমূলে যোগ দেওয়ার সংবাদ ঘোষণা করেন।
রাজ্যে বিজেপিকে ঠেকাতে বেশ কিছুদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের জোট বাঁধার কথা বলছিলেন ওমপ্রকাশ। এবার নিজেই হাত শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। যদিও অনেকে বলছেন, কংগ্রেসের ভেতর কোনঠাসা হয়ে পড়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। সোমেন মিত্ররা তাঁকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না। তাই তিনি তৃণমূলে গিয়েছেন।