এভাবেও ফিরে আসা যায়। এমনই এক গল্প বলছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বল-বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার পর ক্রিকেটের ময়দানে ফিরে এসে আবার এক নম্বর স্থান ফিরে পেলেন তিনি নিজের যোগ্যতা ও পারফম্যান্সের ওপর ভিত্তি করে। টেস্ট ক্রিকেটে কোহলিকে সরিয়ে ব্যাটিং-এ শীর্ষ স্থান পুনর্দখল করলেন স্মিথ। নির্বাসিত হওয়ার আগে পর্যন্ত এই শীর্ষস্থানটি স্মিথের দখলেই ছিল। এই মুহূর্তে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে স্মিথ। কোহলির রেটিং পয়েন্ট ৯০৩। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
সম্প্রতি টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে স্টিভ স্মিথের। নির্বাসন কাটিয়ে ফেরার পর চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান তিনি। দ্বিতীয় টেস্টেও ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ভাল খেললেওঅধিনায়ক কোহলির তেমন গুরুত্বপূর্ণ অবদান নেই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চার ইনিংসে কোহলির সংগ্রহ যথাক্রমে, ৯, ৫১, ৭৬ এবং ০।
সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের নিরিখে সেয়ানে সেয়ানে লড়াই করছেন দুই মহাতারকা। স্টিথ স্মিথ ৬৬টি টেস্টে ৬, ৫৭৭ রান করেছেন। দখলে ৩৫টি শতরান। অন্যদিকে, কোহলি ৭৯টি টেস্টে ৬,৭৪৯ রান করছেন। তাঁরও দখলে রয়েছে ২৫টি সেঞ্চুরি। তবে কোহলির ব়্যাঙ্কিংয়ে অবনতি হলেও উন্নতি হয়েছে অজিঙ্ক রাহানের। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক উঠে এসেছেন সপ্তম স্থানে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার বুমরাহ প্রথমবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনে চলে এলেন। ৮৩৫ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।