নতুন করে সন্ত্রাস-বিরোধী আইন আনলো কেন্দ্র। যেখানে স্বতন্ত্র ভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করা হল মাসুদ আজহার এবং হাফিজ মহম্মদ সঈদকে। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদকে যে এই আইনে সন্ত্রাসবাদী হিসেবে প্রথমেই ঘোষণা করা হবে তার আগাম ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সেইমতো বুধবারই এই দু-জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১৯৬৭ সালের আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন আইন সংশোধন করে। এই আইন মোতাবেক একক ভাবেও কাউকে সন্ত্রাসবাদী ঘোষণা করা যাবে। আর এবার আইন সংশোধনের মাস খানেক পরেই এই দুজনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হল।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মৌলানা মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে দাউদ ইব্রাহিম, জাকির-উর-রহমান লকভির মতো নামও। এই চার জনের নামে রেড কর্নার নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। শিগগিরই এই তালিকায় আরও বেশ কিছু নাম যুক্ত হতে চলেছে বলেও খবর পাওয়া গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।