উপলক্ষ্য গণেশ চতুর্থী। আর বিয়ের পর এটাই ছিল মুকেশ আম্বানী পুত্র আকাশ এবং কন্যা ইশার প্রথম গণেশ পুজো। তাই ঠিক যেন বিয়ের সাজে সেজে উঠেছিল আম্বানীদের বাড়ি। তার ওপর একঝাঁক তারকার উপস্থিতি আরও আলোময় করে তুলেছিল অ্যান্টিলিয়াকে। সেখানে গণপতি আরাধনায় সামিল হয়েছিলেন বলিউডের প্রায় সব তারকাই। তবে অত এলাহি আয়োজনের মাঝেই আলাদা করে নজর কেড়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কপূর।
ওদিন পুরোটা সময় জুড়েই হাসিমুখে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় এই দুই তারকাকে। যদিও শাড়ি পরার কারণে খানিকটা তটস্থই ছিলেন আলিয়া। যে কারণে অ্যান্টালিয়াতে ঢোকার আগেই একবার হোঁচট খান তিনি। প্রায় পড়েই যাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু ঠিক সময়ে পিছন থেকে এসে আলিয়াকে ধরে নেন রণবীর। ব্যাস আর যায় কোথায়! সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। রণবীরের রিফ্লেক্স দেখে সকলেই এক বাক্যে বলছেন, ‘একেই বলে আদর্শ জুটি।’
প্রসঙ্গত, রণবীর-আলিয়া জমিয়ে প্রেম করছেন এ কথা বোধহয় এখন সকলেই জানেন। শোনা যায়, অয়ন মুখোপাধ্যায়ের নয়া ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিং সেটেই নাকি গভীর হয়েছিল রণবীর আর আলিয়ার সম্পর্ক। আর তারপর থেকেই তারকাদের বিয়ের আসরেও ‘পারফেক্ট জুটি’-র খেতাব জিতে নেন রণবীর-আলিয়াই। তেমনটাই হয়েছিল আম্বানিদের গণপতি উৎসবেও।
গণেশ চতুর্থীর সন্ধ্যায় বাপ্পার আশীর্বাদ নিতে একসঙ্গেই হাজির ছিলেন আলিয়া-রণবীর। ফ্লোরাল প্রিন্টের শাড়িতে আলিয়াকে মানিয়েছিল বেশ। রণবীরের পরনে ছিল সাদা-রুপোলি কম্বিনেশনের জমকালো কাজ করা কুর্তা-পাজামা। সঙ্গে অবশ্যই নেহেরু জ্যাকেট। অ্যান্টালিয়ার জমকালো পার্টিতে হাজার তারকার ভিড়ে লাইমলাইট ছিল কেবল তাঁদের ওপরেই।
উল্লেখ্য, দুই তারকা নিজে মুখে প্রকাশ্যে কিছু না বললেও বিয়ের সানাই বাজিয়ে দিয়েছেন তারকা জুটির ভক্তরা। অনেকেই বলেন, ‘এখন শুধু বিয়ের তারিখ ঘোষণা হওয়াটাই যা বাকি।’ ঘনিষ্ঠ সূত্রে খবর, কপূর খানদানে যথেষ্ট কদর রয়েছে আলিয়ার। তাঁদের ফ্যামিলি ডিনারে হামেশাই দেখা যায় তাঁকে। রণবীরের মা নীতু সিংয়ের সঙ্গেও আলিয়ার সম্পর্ক বেশ সাবলীল। আবার আলিয়ার বাবা মুকেশ ভাটও খাতির করেন রণবীরকে। দুই বাড়ির সম্মতিতে তাই আগামী বছরেই নাকি বিয়ে করতে চলেছেন এই তারকাজুটি৷