মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল অ্যাকাডেমি তৈরি করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি তৈরির বরাত দিয়েছে শিল্পী গৌতম পালকে। বিদ্যাসাগরের নামে এ বার অ্যাকাডেমি তৈরিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষের সূচনাতেই রাজ্য সরকার এই অ্যাকাডমি তৈরির প্রক্রিয়া শুরু করবে। উত্তর কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে এই অ্যাকাডেমি তৈরি করা হবে।
বিধানসভা ভবনে রাজ্য সরকারের বিদ্যাসাগর জন্মোৎসব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিধানসভায় বিদ্যাসাগর জন্মোৎসব কমিটির বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সভাপতিত্ব করেন। ওই বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, শিক্ষাবিদ অসিত মজুমদার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সুরঞ্জন দাস-সহ বিশিষ্টজনেরা ছাড়াও শিক্ষা ও তথ্য-সংস্কৃতি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বিদ্যাসাগরের নামে অ্যাকাডেমি গড়তে বিশিষ্ট জনদের নিয়ে একটি কমিটি তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, ওই কমিটির সদস্য হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সুরঞ্জন দাস, রঞ্জন চক্রবর্তী ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই কমিটিই অ্যাকাডেমির কর্মপন্থা স্থির করবে। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানান, ২৬ সেপ্টম্বর কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে তাঁর জন্ম দ্বিশতবর্ষের সূচনাতেই বিদ্যাসাগর অ্যাকাডেমি কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী ওই দিন বীরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে একটি পদযাত্রা হবে।