‘দিদিকে বলো’র দ্বিতীয় পর্যায়। বিধায়কদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে। সেই কর্মসূচী বড় সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। সেই সাফল্যের পরেই যুব সংগঠনকে রুদ্ধদ্বার বৈঠকে ডেকে একই নির্দেশ দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে ৮ দফা নির্দেশ দেওয়া হয়েছে যুব সংগঠনকে। যেখানে উল্লেখযোগ্য হল, সভার পর কোনও এলাকায় দলীয় কর্মীর বাড়িতে খাওয়া ও রাত্রিবাসের কর্মসূচী রয়েছে। সকালে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে দলীয় পতাকা উড়িয়ে। চারজন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে তাঁদের অভিযোগ, পরামর্শও শুনতে যেতে হবে। সমস্যা সামনে এলে প্রয়োজন মতো করতে হবে তার সুরাহা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনবরত এমন কর্মসূচীতে একদিকে যেমন রাজনৈতিক নেতারা সরাসরি মানুষের সঙ্গে জড়িত থাকছেন, একইভাবে সাধারন মানুষও তৃণমূলের সঙ্গে একসূত্রে জড়িত হয়ে গিয়েছেন। এর ফলে সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগের প্রক্রিয়া জারি থাকছে।