সারা শ্যুটিং বিশ্বকাপ জুড়ে ভারতীয় তারকাদের সাফল্য তাক লাগানো মতো। সাফল্যের ছিঁড়ি বেয়ে একে একে উঠে যাচ্ছেন খেলোয়াড়রা। অসাধারণ সাফল্য এসেছে শ্যুটিং-এ। ইভেন্ট শেষের আগের দিন অপূর্বী চান্দেলা এবং দীপক কুমার সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। বেড়ে গিয়েছিল দেশের অন্যান্য প্রতিযোগীদের আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসে ভর করে আরও সাফল্য এসেছে।
২৬ অগস্ট থেকে ব্রাজিলের রিওডিজেনিরো-তে শুরু হয়েছে আইএসএসএফ বিশ্বকাপ। ইভেন্টের শেষ দিনে ভারতের মুকুটে আরও একটি সাফল্যে পালক যোগ করলেন মানু ভাকের এবং সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ডবলসে সোনা জিতে বিশ্বকাপ শেষ করলেন তাঁরা।
বিশ্বকাপের চূড়ান্ত দিনে অন্য আর একটি টিমে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ডবলসে রুপো জিতে দেশকে গর্বিত করলেন যশশ্বিনী দেসওয়াল এবং অভিষেক বর্মা। এই বিশ্বকাপে ৬টি সোনা এল ভারতের সংগ্রহে। যা ভারতীয় ইতিহাসে সত্যিই অভাবনীয়।