গত ৫ আগস্ট সংসদে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার ঘোষণা করেন তিনি। আর তারপর থেকেই কার্যত স্তব্ধ ভূস্বর্গ। কিন্তু এরইমধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপি কয়েকদিন ধরে বলে আসছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পরে কারও মৃত্যু হয়নি। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে একথার তীব্র বিরোধিতা করলেন শ্রীনগরের মেয়র জুনেইদ আজিম মাট্টু। তিনি বলেন, রাস্তায় কোনও মৃতদেহ পড়ে নেই মানে এই নয় যে পরিস্থিতি স্বাভাবিক। তাঁর বক্তব্য, গায়ের জোরে কাশ্মীরে সব ঠান্ডা রাখা হয়েছে। তার মানে এই নয় যে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
প্রসঙ্গত, গত মাসে কেন্দ্রীয় সরকারের নির্দেশে জম্মু ও শ্রীনগরের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। তবে মাট্টু বরাবরই কেন্দ্রের জম্মু-কাশ্মীর পলিসির কড়া সমালোচনা করেছেন। তিনি জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সদস্য। যেভাবে কাশ্মীরে মূলস্রোতের রাজনীতিকদের বন্দী করে রাখা হয়েছে, মাট্টু তারও সমালোচনা করেছেন। তাঁর কথায়, বছরের পর বছর কাশ্মীরের মূলস্রোতের রাজনীতিকরা সন্ত্রাসবাদীদের হুমকি ও হামলার বিরোধিতা করেছেন। কিন্তু এখন তাঁদেরই বন্দী করে রাখা হয়েছে। এর কড়া নিন্দা করে মাট্টু বলেন, কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল, নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করে আনা হবে। কিন্তু কাশ্মীরে এখনও অনেক পরিবার আছে যারা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আর সংবিধানের ৩৭০ ধারা রদের বিরোধিতায় তিনি বলেন, কাশ্মীরিদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। সন্ত্রাসের অজুহাতে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।