বেশ কিছুদিন ধরে লতা কন্ঠী রানাঘাটের রানুকে নিয়ে উত্তাল সারা দেশ। তাঁর কন্ঠে লতা মঙ্গেশকরের গানে মুগ্ধ গোটা দেশ। সেই সুবাদে বলিউডে গান গাওয়ার সুযোগও চলে আসে। এক সময় ট্রেনে ট্রেনে গান গেয়ে কাটানো মানুষটির কাছে সাফল্য আজ তাঁর দোরগোড়ায়। সঙ্গে সঙ্গে উঠেছে তুলনা। যেটা দেশবাসীর কাছে খুব সাধারণ ব্যপার। এই কয়দিনেই তাঁরা সুরের জাদুকর লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা টানতে বসেছেন রানুর।
কিন্তু সত্যিই কি এই তুলনা প্রাসঙ্গিক? এত কিছুর মধ্যে এইবার মুখ খুললেন লতাজি। সম্প্রতি এক সাক্ষাৎকারে লতা বলেন,“যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না।” লতার বক্তব্য, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।”
পাশাপাশি রিয়েলিটি শো-তে যে সমস্ত উঠতি গায়ককে দেখা যায় তাঁদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। বলছিলেন, “অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাঁদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সে ভাবে মনে রেখেছে কেউ?” শেষে তিনি এই সব শিল্পীদের উদ্দেশ্যে একটি পরামর্শও দিয়েছেন। তাঁর কথায়, “আসল হও। কাউকে নকল কোরো না।”