সৃজিতের ‘গুমনামি’র প্রসঙ্গ এবার উঠে এল রাজ্য বিধানসভায়৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী নিয়ে তৈরি হতে চলা এই ছবি ঘিরে বিতর্ক চলছেই। সিনেমাটি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর বলেন, “ওই সিনেমায় নেতাজিকে গুমনামি বাবা বলে দেখানো হয়েছে। এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পক্ষে মর্যাদা হানিকর। তাঁর মতো বিপ্লবী নেতার গুমনামি বাবা সেজে থাকার কোনও প্রয়োজন নেই। এটা বাংলার আত্মমর্যাদার লাগার মতো সিনেমা। কী করে কেন্দ্রীয় সেন্সর বোর্ড তার ছাড়পত্র দিল, এটা অবাক করার বিষয়”।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবিষয়ে বলেন, “বিষয়টি তথ্য সংস্কৃতি দফতরের দেখার বিষয়। এভাবে বাংলার মর্যাদা হ্রাস হতে দেওয়া যায় না”। আর সবচেয়ে বড় ব্যাপার, খোসলা কমিশন বা মুখার্জি কমিশন নেতাজির মৃত্যু নিয়ে কিছু বলেননি। আর যিনি দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন, তিনি গুমনামীবাবা হয়ে লুকিয়ে থাকবেন কেন? তাহলে এই সিনেমায় কী করে গুমনামি বাবা হিসেবে নেতাজিকে দেখানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।