রবিবার মরশুমের প্রথম ডার্বিতে কোনো দলই ম্যাচ জিততে পারেনি। হতাশ হয়েছে দর্শকরা। সেই নিয়েই দলের সদস্যদের সঙ্গে পর্যালোচনায় বসলেন দুই দলের কোচ। সোমবার ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো নথিভুক্ত সব খেলোয়াড়কেই ডেকে পাঠিয়েছিলেন অনুশীলনে। যে সমস্ত খেলোয়াড় পুরো সময়ে খেলেছিলেন তাঁরা রি-হ্যাব করেন ট্রেনার কার্লোসের অধীনে। কোলাডো, বিদ্যাসাগর, সামাদের মতো পরিচিত তারকাদের পুরোদমে অনুশীলন করিয়েছেন আলেজান্দ্রো। আপাতত চার ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে। ইস্ট বেঙ্গল কোচ অবশ্য এখনই লিগ টেবল নিয়ে মাথা ঘামাতে চানছেন না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘লিগ টেবলে অনেক উত্থান-পতন এখন বাকি।’ আলেজান্দ্রোর যা দর্শন তাতে মনে হচ্ছে, আগামী দিনেও তিনি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন।
রবিবারের ডার্বি ড্র করার পরেই মোহন বাগান কোচ কিবু ভিকুনা জানান,‘দলের যা অবস্থা তাতে বড় মাঠে খেললে সুবিধা হবে আমাদের। ক্লাবের মাঠে এই পাসিং ফুটবল খেলা কার্যত অসম্ভব।’ সোমবার দুপুরে মোহনবাগান মাঠের কাজ চলায় সামনে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এইবার বুধবার ভবানীপুরের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি মোহন বাগান কল্যাণীতে খেলার অনুরোধ জানায় আইএফএ’র কাছে। বিকেলে কল্যাণী স্টেডিয়ামের ইনচার্জ নীলিমেশ রায়চৌধুরির সঙ্গে ফোনে কথা বলেন আইএফএ’র কর্তারা। শেষ পর্যন্ত সন্ধ্যায় ম্যাচটি কল্যাণীতেই স্থানান্তরিত হয়। বৃহস্পতিবার দুপুর তিনটায় শুরু হবে ম্যাচ। টিভিতে দেখা যাবে না। ম্যাচের টিকিটের দাম ৫০ এবং ৮০ টাকা।
মোহন বাগান কোচ কিবু ভিকুনা ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচটি কল্যাণীতে স্থানান্তরিত হওয়ায় স্বস্তিতে। ভবানীপুর দল সম্বন্ধে তাঁর কোনও ধারণা নেই। পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পাওয়া দলটির সম্বন্ধে তিনি সোমবার রাত থেকে হোমওয়ার্ক শুরু করেছেন। ভবানীপুর অবশ্য বেশ শক্তিশালী দল। কামো, অর্ণব দাশশর্মা, কিংশুক দেবনাথ, জগন্নাথ সানা, শরণ সিংয়ের মতো পরিচিত খেলোয়াড়রা রয়েছেন। কোচ শঙ্করলাল চক্রবর্তী। মোহন বাগানের বর্তমান সহ-সচিবই ভবানীপুর ক্লাবটি চালান।
আইএফএ এদিন জানিয়েছে, পিয়ারলেস-বিএসএস ম্যাচটি মঙ্গলবার মোহন বাগান মাঠে হবে। সংস্থার সচিব জানিয়েছেন,‘পুজোর আগে লিগ শেষ করার জন্য প্রিমিয়ারের বেশ কিছু ক্লাব অনুরোধ করেছে। অনেক বিদেশির সঙ্গে অপ্রধান ক্লাবগুলির চুক্তি শেষ ৩০ সেপ্টেম্বর। এটা করতে হলে লিগের সিকোয়েন্স ঠিক রাখা সম্ভব নয়। আজ এই প্রসঙ্গে আলোচনা করতে সব অপ্রধান দলের সঙ্গে আলোচনায় বসছি।’ সব নিয়েই দুই দলের অন্দরে এক বড়সড় রদ-বদল করতে চলেছে বলে আশাবাদী।