শারীরিক সমস্যা নিয়ে বারের চ্যাম্পিয়ন এ বার নেমেছিলেন যুক্তরাষ্ট্র ওপেনে। তবে সাফল্য এল না। পুরুষদের সিঙ্গলসে এক নম্বর নোভাক জোকোভিচ ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ওপেনে মেয়েদের শীর্ষবাছাই নেয়োমি ওসাকাও বিদায় নিলেন। বেলিন্দা বেনসিচের কাছে হেরে ইউএস ওপেনর চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর, গতবারের চ্যাম্পিয়ন।
সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের খেলায় তিনি সুইডিশ তারকা বেলিন্দার কাছে হেরেছেন ৭-৫, ৬-৪ এ। এদিনের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করেও বেনসিসের কাছ থেকে প্রথম সেটে জয় পাননি ওসাকা। ৫-৭-এ পরাজিত হওয়ায়, বিশ্বের ১২ নম্বর তারকা বেলিন্ডা দ্বিতীয় সেট সহজেই ৬-৪-এ জয় ছিনিয়ে নেন।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাওমি ওসাকা হারিয়েছিলেন কোরি গফ-কে। অন্য পেত্রা মার্তিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সেরিনা উইলিয়ামসও। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক ধকল সামলে তিনি মার্গারেট কোর্টের ২৪টি কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড স্পর্শ করতে পারবেন কিনা সেই আশঙ্কায় তাঁর ভক্তরা।
অপরদিকে দ্বিতীয়বার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন বাইশ বছর বয়সি বেনসিস। এর আগে ২০১৪-য়, ১৭ বছর বয়সে শেষ আটে পৌঁছেছিলেন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন ডোনা ভেকিকের বিরুদ্ধে।