কোনো সাধারণ মানুষকে সংসদ ভবনে বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না। আর সেই চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে আটক হল এক যুবক। শুধু ঢোকার চেষ্টা নয়। হাতে অস্ত্র নিয়ে যুবকটি সেই চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, দিল্লীর লক্ষ্মীনগরের বাসিন্দার নাম সাগর ইনসা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে সংসদের ভিআইপি গেট বা এক নম্বর গেটের সামনে প্রথমে বাইক পার্ক করে সাগর ইনসা নামে ওই যুবক। তারপর ছুরি হাতে জোর করে সংসদে ঢোকার চেষ্টা করে। তৎক্ষণাৎ তাঁকে আটক করেন সংসদ ভবন চত্বরে মোতায়েন পুলিশকর্মীরা। তারপর তাকে সংসদ থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সে ডেরা সাদা সৌদা সম্প্রদায়ের সদস্য এবং ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রামরহিমের ভক্ত। সংসদে ঢোকার সময়ও সাগর রামরহিমের পক্ষে স্লোগান দিচ্ছিল। সাগরকে জেরা করে তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি যুবকটির মানসিক অবস্থার ব্যাপারেও সন্দেহ করা হচ্ছে।