রাস্তায় কোনও পশু, সুস্থ হোক বা অসুস্থ, তাকে দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকে। প্রাণীর সাহায্যে কেউ খাবার দেন, তো কেউ আবার তার চিকিৎসার ব্যবস্থাও করেন। মানুষের এই সহৃদয়তাকে কাজে লাগিয়ে সম্প্রতি একটি কুকুর যা করল তা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।
ব্যাঙ্ককের রাস্তার একটি কুকুর, গি। সম্প্রতি তাকে দেখা যাচ্ছিল, রাস্তা দিয়ে কোনও লোক গেলেই তাঁর দিকে তাকিয়ে খুঁড়িয়ে হাঁটতে। গি তার পিছনের বাঁদিকের পা-টিকে এমন ভাবে রাস্তায় ঘষে হাঁটছিল, দেখে মনে হচ্ছিল, ওই পায়ে ভাল রকম আঘাত লেগেছে। এ ভাবে পথচলতি মানুষের সহানুভূতি ভালই আদায় করছিল সে।
কিন্তু গি-এর অসুস্থতার সেই ‘নাটকে’ বাধ সাধল থাউইপর্ন চোঙপ্লাপলকুল নামের সেই এলাকার এক কুকুরপ্রেমী। তিনি রোজই গি-কে খাবার খাওয়ান। তাই সম্প্রতি গি-কে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাকে পশু চিকিৎসালয়ে নিয়ে যান তিনি। সেখানে গিয়ে জানা যায়, আসলে সুস্থই রয়েছে গি। শুধুমাত্র মানুষের আকর্ষণ পাওয়ার জন্যই এই কাজ করছে সে। গি-এর পা নিয়ে নাটক করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ সেই ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন। কেউ কেউ আবার গি-য়ের চালাকির প্রশংসাও করেছেন। তবে সবাই এটাকে মজার ছলেই দেখছেন।