ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। বিজেপির ডাকা বনধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের জাফরপুর। সকাল ১১ টা নাগাদ জাফরপুর মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। সংঘর্ষে জখম হয়েছেন ৮ জন।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর উপর হামলার প্রতিবাদে সোমবার ব্যারাকপুর লোকসভা এলাকায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। তাই সকাল থেকেই কার্যত শুনশান গোটা এলাকা। বেশিরভাগ দোকানপাট বন্ধ। খোলেনি স্কুল কলেজ। বন্ধ রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুটমিলগুলোও। কাঁকিনাড়া, জগদ্দল, ব্যারাকপুর, ইছাপুর, শ্যামনগর স্টেশনে সকাল থেকে বিক্ষিপ্তভাবে রেল অবরোধ করে বিজেপি।
তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের উপরেই প্রথমে হামলা চালায় বিজেপি। এই চাপানউতোর ঘিরেই শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট আট জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। তাঁদের বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়।