রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা অভিযোগ করার কারণে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এইদিন ভাটপাড়া থানায় মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছিলেন। মকুল রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি প্ৰশ্ন তুলেছেন কীভাবে প্রমাণ ছাড়া একথা বললেন মুকুল রায়? মুকুল রায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন চন্দ্রিমা।
প্রসঙ্গত, এইদিন মুকুল রায় বলেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।” বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এই দাবি তুললেন বিজেপি নেতা মুকুল রায়। এই মন্তব্য ঘিরেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। কি করে প্ৰমাণ ছাড়া রাজ্য তথা দেশের একজন স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধে এহেন মন্তব্য করতে পারেন মুকুল রায়? তাই নিয়েই প্রশ্ন দানা বাঁধছে মানুষের মনে। পাশাপাশি মানহানির কথা তুলছে কেউ কেউ। সবদিক থেকে মুকুল রায়ের এহেন মন্তব্যে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।