এনআরসি ইস্যুতে মুখ খুললেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। গোটা প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। প্রশান্তর মতে, ‘এনআরসি আসলে রাজনৈতিক দেখনদারি’।
এই প্রসঙ্গে বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, ‘এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর লাখ লাখ মানুষ নিজেদের দেশেই দেশহীন হয়ে পড়েছেন। এমনই হয় যখন, রাজনৈতিক দেখনদারিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল সমস্যার সমাধান হিসেবে তুলে ধরার চেষ্টা হয়। কোনও রণকৌশল ছাড়া এবং পদ্ধতি না মেনে রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ করলে সাধারণ মানুষকে তাঁর চরম মূল্য দিতে হবেই’।
প্রশান্ত কিশোর বিহারের শাসকদল জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি। তবে রাজনৈতিক নেতার চেয়েও প্রশান্ত কিশোর অনেক বেশি সফল কৌশলী হিসেবে। এই রাজনৈতিক কৌশলী পরিচয়টির জন্যই হয়তো, রাজনৈতিক ইস্যুতে সচরাচর মুখ খোলেন না প্রশান্ত কিশোর। কিন্তু, খানিকটা স্বভাববিরুদ্ধভাবেই এনআরসি ইস্যুতে সরব হয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন প্রশান্ত।
জাতীয় রাজনীতির নিরিখেও প্রশান্তের মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, প্রশান্তের নিজের দল জেডিইউ বিহারে বিজেপিরই জোটসঙ্গী। যদিও, শুরু থেকেই এনআরসির বিরোধিতা করে আসছেন নীতীশ কুমার। প্রশান্ত কিশোরের আজকের মন্তব্য নীতীশের অবস্থান আরও একবার নিশ্চিত করল। তিনি এই ইস্যুতে অন্তত বিজেপির বিরোধী শিবিরেই নাম লেখালেন।