যোগী রাজ্য উত্তরপ্রদেশে যে দলিত বর্ণের মানুষদের অবস্থা খারাপ হচ্ছে প্রতিদিন এমন তথ্য সামনে এসেছে এর আগেও। কখনো মুসলিম কিশোরকে গণপিটুনি, কখনো তরুণীকে গণধর্ষণ ইত্যাদি ঘটনা লেগেই থাকে যোগীর গড়ে। এবার ফের বিতর্কের শিরোনামে উত্তর প্রদেশ। এবারে এক কিশোরীর চোখ উপড়ে নিয়ে খুন করা হল।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে। শনিবার সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেড়িয়েছিল বছর ১৪-র ওই কিশোরী। তারপর অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় স্বাভাবিক ভাবেই চিন্তিত মা-বাবা মেয়ের খোঁজ করতে বেরোন। থানায় ডায়েরীও করা হয়। অবশেষে রবিবার সন্ধ্যায় এক নির্জন পরিত্যক্ত এলাকা থেকে খুঁজে পাওয়া যায় নিখোঁজ ওই মেয়েটির দেহ।
পুলিশ সূত্রে খবর, তার জামাকাপড় ছেঁড়া ছিল। চোখদু’টি ছিল ওপড়ানো। পুলিশের ধারণা খুনের আগে সম্ভবত ধর্ষণ করা হয় মেয়েটিকে। ময়না তদন্তের রিপোর্ট এলে এই সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।
ঝাঁসি অঞ্চলের পুলিশের ডিআইজি সুভাষ সিং বাঘেল এবং পুলিশের উচ্চপদস্থ অফিসার অবদেশ সিং ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রণজিৎ আহিরওয়ার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মৃত মেয়েটির বাবা তার নামে অভিযোগ করেছিলেন। ডিআইজি বলেন, রণজিতের বিরুদ্ধে আগেই একটি ধর্ষণের মামলা আছে। এছাড়া পরিচিত এক নাবালিকার শ্লীলতাহানিও করেছিল সে।