যেন মগের মুলুক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যকে ধর্মঘট মুক্ত করে সচল রাখার চেষ্টা করছেন, সেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে কার্যত স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করল বিজেপি। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং রবিবার কাঁকিনাড়ায় আক্রান্ত হওয়ায় ব্যারাকপুরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এর ফলে সকাল থেকেই শুরু হয়েছে অবরোধ-বিক্ষোভ। বনধ ঘিরে অশান্তি চরমে।
এদিন সকাল থেকে ব্যারাকপুরে অটো চলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়। জোর করে যাত্রীদের নামিয়ে দিয়ে অটো ভাঙচুড় করা হয় বলেও জানা গেছে। এর পাশাপাশি দোকান ভাঙচুরও চালানো হচ্ছে বলে অভিযোগ। আজ সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় নেমে পড়েন বিজেপি সমর্থকরা। জুটমিল থেকে শুরু করে অন্যান্য কলকারখানার সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। বনধ সফল করতে চলে হুমকি-সন্ত্রাস। বনধ ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী।
প্রসঙ্গত, সোমবার সকাল ৬টায় একটি মিছিল করে কাঁকিনাড়ার ট্রেন অবরোধ করে বিজেপি কর্মী সদস্যরা। প্রায় ৩০ মিনিট চলে এই অবরোধ, নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। শুধু রেল অবরোধই নয়, বনধ সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তা অবরোধও করে। যেমন কল্যাণী এক্সপ্রেসওয়ের বার্নপুর এলাকায় অবরোধ চলে। এই অঞ্চলে কয়েকটি জুটমিল রয়েছে। ফলে সেখানে অপেক্ষাকৃত কম শ্রমিক কাজে যোগ দিতে পারায় জুটমিলের স্বাভাবিক কাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। জুটমিলের বাইরে বেশ কয়েকজন শ্রমিকও এর প্রতিবাদে বিক্ষোভ দেখান।