রবিবার বারুইপুর পুরসভা দেড়শো বছরে পূর্তি উপলক্ষে রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বাংলার উন্নয়নে যেভাবে কেন্দ্র বঞ্চনা করছে তার বিরুদ্ধে সরব হলেন ফিরহাদ। যেভাবে প্রতিটি কাজে বাধা দিচ্ছে কেন্দ্র তার তীব্র বিরোধিতা করেন তিনি।
ফিরহাদ বলেন, “কোনও সামাজিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। জেএনএনইউআরএম প্রকল্প তুলে দিয়েছে। এজন্য অনেক প্রকল্প পরিকল্পনা স্তরে থমকে রয়েছে। তিনি বলেন, ব্যাঙ্ক সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিলগ্নিকরণ করার কাজে নেমেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীর দাবি, লোকসান দেখিয়ে একাধিক ব্যাঙ্কগুলির সংযুক্তি করার মাধ্যমে পরিষেবার ক্ষতি করা হচ্ছে”।তিনি আরো বলেন, “ বার্ন স্ট্যান্ডার্ড, ব্রেথওয়েট তুলে দিয়ে ‘ভারত মাতা’ কি জয় বলে দেশপ্রেম দেখাচ্ছে বিজেপি। জয় শ্রীরাম বলে পিটিয়ে মারলে রামেরই পবিত্রতা নষ্ট হচ্ছে।
বারুইপুর পুরসভার সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন ফিরহাদ বলেন, ২০ বছর আগে এই পুরসভা কি ছিল, তা এলাকার মানুষ দেখেছেন। এখন তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি জানিয়ে দেন, কুড়ি কোটি টাকা ব্যয়ে বাইপাসের কাজ করবে কেএমডিএ। এছাড়া গ্রিনসিটি প্রকল্পে ২০টি হাইমাস্ট লাইট দেওয়া হবে পুরসভাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “২০২৪-২৫ সালে বারুইপুরের মাটির তলা দিয়ে কেবলের বিদ্যুতের লাইন যাবে। রাস্তায় কোনও তার থাকবে না”। শোভন এবং ফিরহাদ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক নির্মল মন্ডল-সহ আরও অনেকে।