দেশের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর লেখায় মুগ্ধ হয়েছে দেশের কবিতাপ্রেমীরা। শুধু কবিতাই না, উপন্যাসেও তিনি ছিলেন অনন্য। আজ, ৩১ শে আগস্ট সেই লেখিকা অমৃতা প্রীতমের জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ ডুডল তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ।
ভারতের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য পঞ্জাবি মহিলা লেখিকা হিসেবে পরিচিত অমৃতা প্রীতমের জন্ম ব্রিটিশ শাসিত ভারতের গুজরানওয়ালায়। এই বিশেষ দিনে গুগল ডুডলে উঠে এসেছে তাঁর লেখা আত্মজীবনী কালা গুলাব-এর প্রসঙ্গ। এই বইতে অমৃতা প্রীতম তুলে ধরেছিলেন তাঁর জীবনের নানা অকপট কাহিনি। তাঁর এই বই বহু মহিলাকে সাহস দিয়েছিল নিজেদের ব্যক্তিগত জীবনের আশা –নিরাশার কথা মুখ ফুটে সমাজে বলতে।
জীবন বেঁচেছিলেন নিজের বানানো শর্তে। মাত্র ১৬ বছর বয়সে প্রকাশিত হয়েছিল তাঁর লেখা প্রথম কবিতা। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে লেখা তাঁর কবিতা ‘আজ আখন ওয়ারিশ শাহ নু’ তাঁকে অমর করে গেছে। শুধু কবিতাই নয়, তিনি ২৮টি উপন্যাসও লিখেছেন, যার মধ্যে বিখ্যাত ‘পিঞ্জর’। এই উপন্যাসকে ভিত্তি করে একটি হিন্দি ছবিও তৈরি হয়েছিল, যেখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল ঊর্মিলা মাতন্ডকরকে।
পঞ্জাবি ভাষা ছাড়াও হিন্দি এবং ঊর্দুতেও বহু লেখালেখি আছে তাঁর। ১৯৮৬ সালে তাঁকে রাজ্যসভায় মনোনীত করা হয়। ১৯৮১ সালে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার এবং ২০০৫ সালে পদ্মবিভূষণ দেওয়া হয় তাঁকে। আজ সেই লেখিকারই মৃত্যুদিনে গুগলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় তাঁকে।