মহার্ঘ হচ্ছে রেলযাত্রা। এবার ট্রেনের টিকিটের ভর্তুকি উঠিয়ে দেওয়ার পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক। এই ইস্যুতে রেলবোর্ডের চেয়ারম্যান বি কে যাদব এবং অন্য রেল আধিকারিকদের সঙ্গে জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভর্তুকিহীন এই টিকিট কাটার প্রক্রিয়াকে আপাতত ‘অপশনাল’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে রেলের টিকিট কাটার সময় যেমন প্রবীণ নাগরিকদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা ‘কনসেশন’ সহ টিকিট কাটতে চান, নাকি টিকিটে ছাড় চান না। ঠিক তেমনই এক্ষেত্রেও টিকিট কাটার সময় যাত্রীদের সামনে ভর্তুকিহীন এবং ভর্তুকিযুক্ত টিকিটের দুটো বিকল্প রাখা হবে।
জানা যাচ্ছে, কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকারের প্রথম ১০০ দিনের কর্ম পরিকল্পনায় রেলমন্ত্রক ট্রেনের টিকিটে ভর্তুকি উঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও প্রাথমিকভাবে গোটা প্রক্রিয়াটিকে ঐচ্ছিক রাখা হবে বলেই ঠিক করেছে রেলমন্ত্রক। এবং সেইমতোই এই লক্ষ্যে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, রেলবোর্ডের চেয়ারমানের সঙ্গে বৈঠকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অবিলম্বে রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর করে দিতে হবে।
অন্যদিকে, আজ মধ্যরাত থেকে বাড়ছে রেলের টিকিটের দাম৷ ই-টিকিটের দাম বৃদ্ধি ঘোষণা আগেই করেছিল আইআরসিটিসি৷ এবার সেই বিজ্ঞপ্তি অনুয়ায়ী রবিবার থেকে আরও দামী হচ্ছে রেল ই-টিকিট৷ তিন বছর পর ফিরছে পুরানো পরিষেবা কর৷ সঙ্গে জুড়ছে জিএসটি৷ ফলে, আজ মধ্যরাত থেকেই ই-টিকিটের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে৷