গতকাল জিডিপি-র হার নেমে যাওয়ার পরেই মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বরিষ্ঠ বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী। সাফ জানিয়ে দিলেন, এই আর্থিক নীতি আঁকড়ে থাকলে পাঁচ ট্রিলিয়ানের অর্থনীতিকে গুডবাই বলতে হবে। স্বামীর বক্তব্য, ‘শুধু দুঃসাহস বা অর্থনৈতিক জ্ঞান নিয়ে এই আর্থিক পরিস্থিতি শোধরানো সম্ভব নয়’।
জিডিপির নয়া তথ্য প্রকাশ্যে আসার পরই নিজের টুইটারে কেন্দ্রকে নিশানা করেন সুব্রহ্মণ্যম স্বামী। টুইট করে তিনি লেখেন, ‘যদি কোনও নয়া আর্থিক নীতি না নিয়ে আসা হয় তাহলে ৫ ট্রিলিয়ন অর্থনীতিকে গুডবাই বলতে তৈরি হয়ে যান। শুধু সাহস বা জ্ঞান নড়বড়ে অর্থব্যবস্থাকে বাঁচাতে পারে না। বাঁচাতে হলে দুটোই প্রয়োজন। আজ আমাদের কাছে দুটোর একটাও নেই’।
চলতি বছরে সংসদে বাজেট পেশ করার সময় দেশের সামনে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীও বলেছিলেন, দেশবাসীরা যদি সবাই মিলে চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা সম্ভব। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর এই স্বপ্নকেই নিজের টুইটে একহাত নিয়েছেন স্বামী।
বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, এ বছর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ওই বৃদ্ধির হার ৫.৮ শতাংশে নেমে আসার পর এপ্রিল-জুন পর্বে তা আরও খানিকটা কমে ৫.৬ শতাংশ থেকে ৫.৭ শতাংশের মধ্যে হবে। কিন্তু, এ দিন সরকারি পরিসংখ্যানে দেখা যায় ওই হার কমে হয়েছে ৫ শতাংশ। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে অর্থনীতিবিদদের।