ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সরাসরি তিন সেটে জিতলেন। শীর্ষ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন হারালেন আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও লনডেরোকে, ৬–৪, ৭–৬ (৭–৩), ৬–১ গেমে। উল্লেখ্য, তৃতীয় বাছাই রজার ফেডেরারও জয়ী হন দ্বিতীয় রাউন্ডে। তিনি হারান দামির জুমহুরকে, ৩–৬, ৬–২, ৬–৩, ৬–৪ গেমে।
ইউএস ওপেনে এই নিয়ে ৭১তম জয় পেলেন জোকার। ছুঁয়ে ফেললেন তাঁর আইডল, টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসকে। তাঁরা আছেন পাঁচ নম্বরে। ইউএস ওপেনে সর্বোচ্চ জয় জিমি কোনর্সের (৯৮)। দুই, তিন, চারে আছেন রজার ফেডেরার (৮৭), আন্দ্রে আগাসি (৭৯), ইভান লেন্ডল (৭৩)।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতলেও বিপক্ষের প্রশংসা করে জকোভিচ বলেছেন, “দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়েছে লনডেরো। দারুণ টেনিস খেলেছে। ওকে অভিনন্দন জানাতে চাই”। জোকারের সংযোজন, ‘স্ট্রেট সেটে জিতেছি ঠিকই, কিন্তু আমাকে অনেক লড়াই করতে হয়েছে। অনেকগুলো র্যালি হয়েছে। বিশেষ করে প্রথম দুটো সেটে।’ দ্বিতীয় সেটের সময় বাঁ কাঁধে হালকা চোট পান জকোভিচ। তার চিকিৎসার প্রয়োজন হয়।