স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা গেছে, হাসপাতালে মহিলাদের প্রসবের ক্ষেত্রে রাজ্য সরকার যে ভূমিকা পালন করেছে তারই ফলশ্রুতি এই পুরষ্কার।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমি খুব খুশী এই উন্নয়নের কথা আপনাদের জানাতে পেরে। বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর গভর্নেন্স গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেয়েছে ওয়েটিং হাটের জন্য’। তিনি আরও লেখেন, ‘উৎকর্ষ বাংলা প্রকল্প গত বছর স্কিল গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেয়েছে। বাংলা ২০১৮ সালে বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের জন্য সবথেকে বেশী পুরষ্কার পেয়েছে’। এই প্রকল্পের সংশ্লিষ্ট দপ্তর ও অন্যান্য সকলকে এজন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ওয়েটিং হাটে প্রত্যন্ত অঞ্চলের প্রসূতিরা বিনামূল্যে থাকতে, পুষ্টিকর আহার পেতে পারেন। পাশাপাশি থাকে চিকিৎসাগত সুবিধাও। প্রতিটি ওয়েটিং হাটে ২৪ ঘণ্টা পর্যাপ্ত ডাক্তার ও নার্স থাকে। প্রসঙ্গত, এই ব্যবস্থাটি দেশের মডেল হিসেবে মান্যতা দিতে সংসদীয় কমিটি প্রস্তাব করেছে।