অবশেষে কলকাতা লিগে জয়ের রাস্তা খুঁজে পেল মহমেডান। আর্থার কোসির জোড়া গোলে জয় পেল মহামেডান। শুধু তাই নয়, বৃহস্পতিবার দীপেন্দু বিশ্বাসের দল জিতল যাদের বিরুদ্ধে সেই জর্জ টেলিগ্রাফ লিগে প্রথম হারল এ দিনই। ম্যাচের পর সাদা-কালো দলের টিডি দীপেন্দু বলে দিলেন, ‘‘এই জয়টা দলের জন্য খুবই দরকার ছিল। বৃষ্টির মাঠে এমনিতেই সমস্যা হচ্ছিল। কিন্তু আজ বিরতির সময় আর্থারদের বলেছিলাম, ‘এরিয়াল’ বল খেলতে। তাতেই কাজ হয়েছে।’’
কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচই এ বার ড্র করেছিল মহমেডান। চাপের মুখে কোচ পরিবর্তন করতে বাধ্য হন কর্তারা। এবং কোচ বদলের পরেও জয় অধরা ছিল তীর্থঙ্কর সরকারদের। রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণে থাকা জর্জ টেলিগ্রাফ প্রথম ম্যাচে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। আশা করা গিয়েছিল এ দিন তারা কোসিদের চাপে ফেলবে।
ছয় মিনিট পর পেনাল্টি থেকে ২-০ করেন আইভরি কোস্টের স্ট্রাইকার। নিজেদের বক্সে বল হাতে লাগিয়েছিলেন জর্জের বাবলু ওঁরাও। জর্জ ২-১ করে ইচের দুর্দান্ত গোলে। প্রথমার্ধটা দু’দলই গা জোয়ারি ফুটবল খেলল। মহমেডান প্রথম গোল পায় দ্বিতীয়ার্ধে। হেডে গোল করেন কোসি।