ময়দানে ছিলেন না মেসি, তবে গ্যালারি থেকে ক্লাবের সমর্থনে গলা ফাটাচ্ছিলেন। তাঁর সঙ্গী ছোট্ট ছেলে। তবে ছেলের প্রতিক্রিয়াই চমক ছিল লিওনেল মেসির জন্য। রিয়েল বেতিসের বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচে বার্সা নয়, বেতিসকে সমর্থন করছিল মেসি-পুত্র মাতেও। ইন্টারনেটের দৌলতে ভাইরাল এই ভিডিয়ো। যদি রিয়েল বেতিসকে ৫-২ হারিয়ে দেয় বার্সেলোনা।
বার্সেলোনা বনাম রিয়েল বেতিস ম্যাচে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। সন্তানদের নিয়েই হাইপ্রোফাইল ম্যাচ দেখছিলেন দুই তারকা। ম্যাচ চলাকালীন রিয়েল বেতিসের হয়ে গোল করেন ফেকির। আর তা দেখেই উচ্ছ্বাসে হাত তুলে ধরেন মাতেও। কোলে বসা ছেলের প্রতিক্রিয়া দেখে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলেন মেসি। পাশে বসে থাকা সুয়ারেজও অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। সবাই বোঝালে, ছোট্ট মাতেও হাসতে থাকে।