আমূলের কার্টুন চিত্র। তবে এবার তা কোনোরকম ব্যঙ্গবিদ্রুপের জন্য নয়। বরং শ্রদ্ধা জানাতে। নিজস্ব শৈল্পিক চিন্তাভাবনায় প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাল মাখন সংস্থা আমূল।
একটি গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডের ওপর পোস্টার ট্যাগ করে সংস্থা স্মরণ করে অরুণ জেটলিকে। সেখানের ট্যাগলাইনে লেখা রয়েছে, ‘কমল কে নেতা, কামাল কে অ্যাচিভমেন্ট।’ অর্থাৎ বিজেপি’র নেতা, অসাধারণ অবদান।
পোস্টারে প্রাক্তন মন্ত্রীর সাদা–কালো ছবির চারপাশে পদ্ম ফুল আর তোড়া। যা বিজেপি দলের প্রতীক। টুইটে লেখা, ‘মাননীয় মন্ত্রী এবং আইনজীবীকে শ্রদ্ধার্ঘ্য’।
দিল্লীর এইমস হাসপাতালে গত শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। রবিবার নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আমূল বরাবরই বিজ্ঞাপন ভাল করে। এবারও তার নজির রাখন আমূল।